শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)। বলিউডে পা রেখেই যেন ধামাকা করেছেন তিনি। নিজের অভিনয়ের দক্ষতায় মন জয় করেছেন দর্শকদের। এখনো অব্দি হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও তার নামডাক এখন দেশজুড়ে। তার একটা কারণ অবশ্য মায়ের মতো সৌন্দর্য। একটা সময় শ্রীদেবীর রূপে পাগল হয়নি, এমন দর্শক ছিল না দেশে। মায়ের সেই খ্যাতি আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে মেয়ে জাহ্নবী। এই শীতের মরশুমে ভক্তদের মনে আগুন ধরিয়ে দিলেন জাহ্নবী। শাড়ি পরেও একইভাবে লাস্যময়ী অবতারে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। সম্প্রতি একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। আর এই পোস্টে তাকে এক কোমর জলের মাঝে দেখা গেছে সোনালী পাড়ের দুধসাদা শাড়ি ও ডিপ নেক ব্লাউজে। গলায় মানানসই নেকলেস, মুখে নিউড মেকআপ। আর তার খোলা চুল থেকে যেন ঝরে পড়ছে লাস্য। শাড়ির আঁচল ধরে জলকেলি করতে দেখা গেছে অভিনেত্রীকে। শাড়ি ও ব্লাউজের মাঝে উন্মুক্ত হয়েছে নাভি। আর তাতে যেন পোস্টের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।
এই পোষ্টে কোনো ক্যাপশন লেখেননি অভিনেত্রী। শুধু দিয়েছেন একটি সাদা পায়রার ইমোজি। আর এই উষ্ণ ছবি যেন রাতের ঘুম কাড়ল ভক্তদের। ছবি দেখে অনেকেই ভালোবাসা, মুগ্ধতা ও আগুনের ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন কমেন্ট বক্স। আবার অনেকেই লিখেছেন মুগ্ধতার শব্দাবলী। কেউ লিখেছেন, ‘আপনার এমন সৌন্দর্যের প্রেমে পড়ে যাই বারবার’; অন্যজন লিখেছেন, ‘মুগ্ধ হলাম আপনাকে দেখে’; আবার একজন লিখেছেন, ‘উফ, গরম লাগছে তো ছবি দেখে’।