দুবরাজপুরের নজরুল সংঘের পরিচালনায় মিনি ফুটবল টুর্ণামেন্ট

দুবরাজপুরের নজরুল সংঘের পরিচালনায় মিনি ফুটবল টুর্ণামেন্ট

এই ডিজিট্যাল যুগে যুব সমাজ মোবাইল গেম এবং মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই যুব সমাজকে খেলার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস মোড় সংলগ্ন নজরুল সংঘের পরিচালনায় মিনি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এই টুর্ণামেন্টে মোট ৪০ টি দল অংশগ্রহণ করেছিল। আজ ফাইনালে মুখোমুখি হয় হেতমপুর ফাইভ স্টার ও নজরুল সংঘ। এদিন দুই দলের খেলোয়াড়রা কোনো গোল না করায় টাইব্রেকারে হেতমপুর ফাইভ স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নজরুল সংঘ। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৩৩৩৩ টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ২২২২ টাকা তুলে দেওয়া হয় নজরুল সংঘের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জী, সাগর কুণ্ডু, সেখ নূর মহম্মদ, সনাতন পাল, ফটিক মোল্লা, সৈয়দ সাইফুদ্দিন সহ ক্লাবের সদস্যরা।

Leave a Reply

error: Content is protected !!