দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দিতে বীরভূম জেলার দুবরাজপুরে ছুটে এসেছে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল। আজ দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় এবং দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালের পরিচালনায় বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবীন্দ্র সদনে। এদিন দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পুষ্পস্তবক দিয়ে সম্মান জানালেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর সেখ নাজির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জী প্রমুখ। এদিন এখানে ৫টি রোগের চিকিৎসা করা হয়। যেমন, হৃদরোগ, ডায়াবেটিস, অর্থোপেডিক, শিশুরোগ এবং স্ত্রী রোগের চিকিৎসা করা হয়। এই স্বাস্থ্য শিবিরে ৫০০ জন মানুষের চিকিৎসা করা হয়। পৌর প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, আমাদের এখানে কাছাকাছি রয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। তারপর রয়েছে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতাল। তাই আমরা তাদের সাথে কথা বলে পৌরসভার পক্ষ থেকে আজকে এই স্বাস্থ্য শিবিরে আয়োজন করেছি। এলাকার মানুষজন উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবে এটাই আমাদের উদ্দেশ্য। আজ এখানে ৫০০ জন মানুষের চিকিৎসা করা হবে। যদি আজকে সম্পূর্ণ না হয় তাহলে আবার একটা তারিখ নিয়ে এই শিবির করা হবে। অন্যদিকে দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালের চীফ মেডিকেল সুপারিনটেনডেন্ট রিজিওনাল অফিসার ডা. পার্থ পাল জানান, আজ এখানে সিনিয়র চিকিৎসকদের নিয়ে এখানে চিকিৎসা চলছে। পাশাপাশি আজকাল স্বাস্থ সাথী কার্ডেও অনেক চিকিৎসা হয় কিন্তু সেরকম কেউ জানেন না। তাই মানুষ কিভাবে ঐ কার্ড থেকে পরিষেবা পাবেন সেটাও অবগত করছি।

Leave a Reply

error: Content is protected !!