দুবরাজপুর শাল নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

দুবরাজপুর শাল নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ

 

গতকাল রাত্রে বৃষ্টি হওয়ায় বীরভুম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত চন্ডিপুর এবং কুখুটিয়ায় শাল নদীতে হঠাৎ জল বেড়ে রোডের উপরে উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দাঁড়িয়ে পড়েছে একাধিক গাড়ি। ফলে দুবরাজপুর থেকে খয়রাশোল, বাবুইজোড়, লোকপুর এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আটকে যাওয়া আনন্দ গোপাল রায় জানান, যখনই বৃষ্টি হয় এখানে শাল নদীর ব্রিজের ওপরে জল উঠে যায়। দুর্ভোগে পড়তে সাধারণ মানুষকে। তাই সরকারের কাছে অনুরোধ করছি এখানে উঁচু ব্রিজ করার। পাশাপাশি চন্ডী গ্রামের বাসিন্দা স্বাধীন ভাঁড়ারীও একই কথা জানান। ঘটনাস্থলে পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!