স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে এবং আশ্রমের সেক্রেটারী স্বামী ভুপনন্দ মহারাজের স্মৃতির উদ্দেশ্যে আজ এলাকার ৫০০ জন দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র প্রদান করা হল। মূলত: পুজোর প্রাক্কালে দুঃস্থদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাসিশ চট্টরাজ সহ আরো অনেকে। স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, প্রতিবছর আমরা ১৭ জুলাই করে থাকি। কিন্তু কোভিডের জন্য আমরা তখন করতে পারি নাই। তাই পুজোর প্রাক্কালে দুবরাজপুর পৌর এলাকার ও পার্শ্ববর্তী ১২ টি গ্রামের দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলাম।
