জলঙ্গী ব্লকের অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অর্গাইনেজেশন উদ্যোগে লাইফ সার্টিফিকেট বিতরণ সহ দুয়ারে ইমাম মুয়াজ্জিন অনুষ্ঠান
অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অর্গাইনেজেশন এর জলঙ্গী ব্লকের উদ্যোগে লাইফ সার্টিফিকেট বিতরণ সহ দুয়ারে ইমাম কর্মসূচি নেন এদিন জলঙ্গী ব্লকের পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল ঘরে।
এদিন জলঙ্গী ব্লকের বিভিন্ন অঞ্চলের ইমাম মুয়াজ্জিন দের মধ্যে লাইফ সার্টিফিকেট বিতরণ করার মধ্যে ইমাম মুয়াজ্জিন দের নিয়ে সাংগঠনিক বিভিন্ন দিক তুলে ধরেন জেলা সংগঠনের সভাপতি ওলিউল্লা বিশ্বাস।
তিনি আরো বলেন যে বর্তমানে দীর্ঘ সময় পর স্কুল খুললেও তেমন ভাবে স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিত দেখা যাচ্ছে না ,সেই জন্য আমরা ইমাম মুয়াজ্জিনরা দুয়ারে দুয়ারে গিয়ে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে ছাত্র ছাত্রীদের স্কুল মুখী করার আবেদন রাখবো বলেও জানান।
অন্য দিকে ব্লক ইমাম সামিদুল ইসলাম আনসারী জানান যে প্রতি বছরের ন্যায় এই বছরেরও লাইফ সার্টিফিকেট রাজ্য থেকে এসেছে সেই গুলো বিষয়ে ইমাম মুয়াজ্জিন দের মধ্যে আলোচনার মাধ্যমে বোঝানো হয় ,কেনো প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা করতে হয়,কারণ হিসেবে অনেক ইমাম মুয়াজ্জিন এর মৃত্যু হয়েছে ,বা অন্য কোনো সমস্যা হয়েছে ,তাদের ভাতা বাদ দেওয়ার জন্য এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয় প্রতি বছর।তার সঙ্গে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হলো এদিন।
এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি ওলিউল্লা বিশ্বাস,ব্লক ইমাম সামিদুল ইসলাম আনসারী,ব্লক সভাপতি আনসার আলী।