বুধবার থেকে রাজ্যের পাশাপাশি বীরভূমের ১৪৫ জন রেশন ডিলারকে নিয়ে শুরু হলো দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্প চলাকালীন বীরভূম জেলা শাসক বিধান রায় হঠাৎ মহঃবাজার ব্লকের আঙ্গার গড়িয়া গ্রামে পরিদর্শনে যান। সেখানে তিনি এই প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি বেশ কিছু মানুষদের হাতে রেশন তুলে দেন। তিনি জানিয়েছেন আমাদের এই জেলায় দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সাধারণ মানুষদের মধ্যে চরম উৎসাহ রয়েছে। বর্তমানে এই প্রকল্প পাইলট প্রজেক্ট হিসাবে চলছে এবং খুব তাড়াতাড়ি জেলার প্রতিটি রেশন ডিলার অর্থাৎ ৯৬৩ জন রেশন ডিলারকে নিয়ে সর্বত্র এই প্রকল্প ছড়িয়ে পড়বে।
