Reported By : তুষার কান্তি খাঁ
১৬ ই নভেম্বর, বুধবার, কলকাতায় আজ থেকে ৮৯ বছর আগে ভারতীয় জাদুঘরের একটি ঘর ভাড়া নিয়ে রানু মুখোপাধ্যায় চারুকলা শিল্পের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেছিলেন একাডেমি অফ ফাইন আর্টসের। পরবর্তীকালে জহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিধান চন্দ্র রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর বা যামিনী রায়ের পাদস্পর্শে ধন্য হয়েছিল ওই একাডেমি। কিন্তু বর্তমান সময়ে ইঁদুর, বিড়াল আর কুকুরে ছড়াছড়ি হয়ে রয়েছে ওই একাডেমি।
এটি আজ সংস্কারের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে কিন্তু হেল দোল নেই কেন্দ্র বা রাজ্য সরকার কারোরই। আর এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজ একাডেমীর কর্মীবৃন্দ সহ রাজ্যের শিল্পী, সংস্কৃতি প্রিয় মানুষ ও বুদ্ধিজীবীরা প্রতীকী অনশনের মাধ্যমে প্রতিবাদে নামল সভা গৃহের সামনে।
এই অনশন দু’দিন চলবে বলে জানান প্রতিবাদী মঞ্চের অন্যতম কর্মী নিশীথ সিংহ রায়।