Reported By : Masud Rana
১৬ ই ডিসেম্বর, শুক্রবার, মুর্শিদাবাদের জলঙ্গী বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাকের ডাকে কাজীপাড়ায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় এক ঐতিহসিক বিক্ষোভ সমাবেশ। শুক্রবার বিকেলে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুর রাজ্জাক। এদিনের এই সভায় দলের একাংশ নেতৃত্ব অর্থাৎ যারা বিগত বিধানসভা নির্বাচনে নির্দল করেছিল তাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিধায়ক আব্দুর রাজ্জাক এবং আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের পরিবর্তন করা হবে। আর পুনরায় অঞ্চল সভাপতি নির্বাচিত করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জলঙ্গী উত্তর জোনের যুব তৃণমূল সভাপতি সালাউদ্দিন সরকার লিটন সহ আরো অনেকে।