Reported By : Binay Roy
২৫ শে জানুয়ারি, বুধবার, দুষ্কৃতিদের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছিলেন মুর্শিদাবাদের রানীতলা থানার লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাফ সেখ।
বুধবার সকালে ওই গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ICU বিভাগে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে করে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা।
ওই ঘটনার পরেই ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করে মুর্শিদাবাদ থানার পুলিশ। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে ইসলামপুর থানা এলাকায়। ধৃত ব্যক্তিরা হলেন সাফিয়ার সেখ, ফিরোজ সেখ ও হান্ডার সেখ। তারা প্রত্যেকেই ইসলামপুর থানার মোহনপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তদন্তের স্বার্থে ধৃতদের ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে বুধবার তাদের আদালতে তোলা হয়।
উক্ত বিষয়ে বিধায়ক সৌমিক হোসেন আমাদেরকে জানান.......।