Skip to content
দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পাঁচদিনের মাথায় জমির মিউটেশন

দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে পাঁচদিনের মাথায় জমির মিউটেশন

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এক কথায় বলা যায় সরকারটাকেই একবারে ঘরের দরজায় নিয়ে চলে এসেছেন। শুধুমাত্র মানুষের কথা মাথায় রেখে এই উদ্যোগ। যাতে সাধারণ মানুষকে অফিসের চক্কর কেটে হয়রানির শিকার হতে না হয়। গত ১৭ আগষ্ট দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় ২ নম্বর ওয়ার্ডের পালকি অনুষ্ঠান ভবনে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেই ক্যাম্পে দুবরাজপুর রঞ্জনবাজারের এক বাসিন্দা জয়ন্ত কুমার মণ্ডল জমির মিউটেশনের জন্য আবেদন করেন। কিন্তু পাঁচদিনের মাথায় সেই কাজ হয়ে যায়। তাঁকে বি.এল এণ্ড এল.আর.ও. আধিকারিক ডেকে পাঠান এবং তাঁর হাতে সেই জমির খতিয়ান তুলে দেন। এত তাড়াতাড়ি কাজ হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি তিনি। পাশাপাশি আজ জয়ন্ত কুমার মণ্ডলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি শংসাপত্র পাঠানো হয়েছে। তাই আজ দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে তাঁর হাতে সেই শংসাপত্র তুলে দেন।

Leave a Reply

error: Content is protected !!