২৩ শে অক্টোবর, রবিবার, আসন্ন দীপাবলিতে দূষণমুক্ত বাজি ও মাটির প্রদীপ ব্যবহার করার আবেদন করলেন বহরমপুর শহরের এক বেসরকারি কলেজের শিক্ষক ও পড়ুয়ারা। তারা এই আবেদন নিয়ে শহরের রাস্তায় ঘুরে ঘুরে প্রচারও চালাচ্ছেন। জানা যায়, এই গোটা বিষয়টিতে পড়ুয়াদের উৎসাহ জুগিয়েছেন কলেজের অধ্যক্ষ অরুনাভ নারায়ণ মুখার্জি। তিনি জানিয়েছেন, 'শুধু কেরিয়ার নয়, পড়ুয়াদের সমাজের প্রতিও কর্তব্য রয়েছে। দূষণ মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। শব্দ বাজি না পুড়িয়ে, সবুজ বাজি পুড়িয়ে আনন্দ করুন।' তারা আরও জানান, দীপাবলিতে টুনি বাল্বের পাশাপাশি মাটির প্রদীপ ব্যবহার করলে মৃৎশিল্পীদেরও সাহায্য করা হবে। আর এইভাবেই প্রতি উৎসবে মানুষের কাছে সচেতনতার বার্তা নিয়ে তারা হাজির থাকবেন বলে তাদের তরফ থেকে জানা যায়।