Skip to content
দেওচাপাচামির উন্নয়ন প্রকল্পের উপর অধীর রঞ্জনের তীক্ষ্ণ নিশানা

দেওচাপাচামির উন্নয়ন প্রকল্পের উপর অধীর রঞ্জনের তীক্ষ্ণ নিশানা

Reported By :- Binoy Roy

৪ঠা জানুয়ারি, ২০২৫, শনি বার, বহরমপুর: প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, “সমস্ত দুর্নীতির মূলকেন্দ্র হলো তৃণমূল, আর সবকিছুর পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর সুপরিকল্পিত অপকৌশল।”

 

তিনি আরও উল্লেখ করেন, “মুখ্যমন্ত্রী দেওচাপাচামিতে যে কয়লা খনি এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রকল্পের মাধ্যমে প্রায় এক লক্ষ যুবককে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। এদিকে, সেখানে প্রায় ২১ হাজার নিম্ন স্তরের মানুষের বাসস্থান রয়েছে, তাদের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী কি ভাবছেন?”

 

চৌধুরী আরও অভিযোগ করেন যে, নবান্ন থেকে সংখ্যালঘুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “সংখ্যালঘুদের ভাড়া করা সন্ত্রাসী হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভোটের আগে তাদের উত্তেজিত করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেন তাদের দায়ভার সরকার এড়িয়ে যেতে পারে।”

 

এমন পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য পরিষ্কার করে দেয় যে, কংগ্রেস দল তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার। তিনি জনসাধারণের কাছে আহ্বান জানান যে, তাদের অধিকার ও সুযোগ সুবিধার জন্য সচেতন হতে হবে এবং প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে হবে।

Leave a Reply

error: Content is protected !!