Skip to content
দেবলীনা দত্তের নতুন সঙ্গীত যাত্রার ঘোষণা

দেবলীনা দত্তের নতুন সঙ্গীত যাত্রার ঘোষণা

Reported By:- News Desk

কলকাতা (১৫ ফেব্রুয়ারী '২৫): আগামী বাংলা নববর্ষে নতুন ভাবে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। কলকাতার একটি সাংবাদিক সম্মেলনে সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানিয়েছেন, "আমারই সুর সংযোজনায় আগামী বাংলা নববর্ষের আগেই দেবলীনার কণ্ঠে প্রথম গান রেকর্ড করা হবে।" সুত্র জানিয়েছে, দেবলীনা তার অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি গানেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তিনি বলেন, "সম্প্রতি আমার জন্য সুধীর দত্ত অসাধারণ একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন, যার নাম 'তোর নামে নীল খামে'।"

৮ ফেব্রুয়ারী 'ডি সুধীর প্রোডাকশনস'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে দুটি বাংলা আধুনিক গান, যথাক্রমে 'তোর নামে নীল খাম' এবং 'চল পালাই', যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া, গানটির গায়িকা রাখী দত্ত দেব জানান, "আমার কণ্ঠে গাওয়া এই গান জনগণের মনোরঞ্জন ঘটাবে বলেই আমি আশা করছি।" দেবলীনার গায়কীর জন্য দর্শকরা অপেক্ষায় রয়েছেন এবং সঙ্গীত প্রেমীদের জন্য এটি একটি নতুন উপহার হতে চলেছে।

Leave a Reply

error: Content is protected !!