Reported By:- Subham Roy
দেবলীনা কুমার (Devlina Kumar) ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। এমনকি নেটদুনিয়াতেও প্রায়ই দেবলীনার সাথে বাধে ট্রোলারদের অশান্তি। কখনও তাঁরা অভিনেত্রীকে আক্রমণ করেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। কখনও বা দেবলীনার পোশাক নিয়েও আক্রমণ করতে ছাড়েন না তাঁরা। গত বছর স্ট্রেচ মার্কস নিয়ে নেটিজেনদের একাংশের কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন দেবলীনা। তবে ছবি শেয়ার করতে পিছপা হননি তিনি। দেবলীনা বৃহস্পতিবার ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন।
ছবিতে তাঁর পরনে রয়েছে কালো রঙের থ্রি-কোয়ার্টার স্লিভ ক্রপ টপ। তাতে রয়েছে সাদা রঙের প্রিন্ট। ক্রপ টপের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ফুশিয়া পিঙ্ক রঙের স্পোর্টস ব্রা। নিম্নাংশে রয়েছে লো ওয়েস্ট ডেনিম ট্রাউজার। উন্মুক্ত রয়েছে দেবলীনার টোনড বেলি। যদিও তাতে স্ট্রেচ মার্কস বোঝা যাচ্ছে। তা একসময় দেবলীনার বাড়তি ওজনের ইঙ্গিত বহন করে। কোনো মেকআপ করেননি দেবলীনা। শুধুমাত্র দুই চোখের কোল ভরেছেন কাজলে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড শেডের লিপস্টিকে। খোলা রয়েছে তাঁর চুল। ডান হাতে রয়েছে অনেকগুলি অক্সিডাইজড চুড়ি। মাথার উপর হাত তুলে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন দেবলীনা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, কঠিন অধ্যবসায় লক্ষ্যে পৌঁছে দেয়।