Skip to content
“দেব-রুক্মিণী” একান্তে সময় কাটাচ্ছেন পর্তুগালে !

“দেব-রুক্মিণী” একান্তে সময় কাটাচ্ছেন পর্তুগালে !

Reported By:- Subham Roy

দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। দেবকে একাধিক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেছেন, ইদানিং চারিদিকে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। ফলে তিনি ও রুক্মিণী এইভাবেই ভালো আছেন। ব্যস্ত শিডিউলের মাঝে ছুটি পেলেই একসাথে বেরিয়ে পড়েন দেব ও রুক্মিণী। এর আগে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন তাঁরা। নভেম্বর মাসের শেষে আবারও একসাথে কলকাতার বাইরে পাড়ি দিলেন এই জুটি। বর্তমানে রুক্মিণী ও দেব রয়েছেন পর্তুগালে। ইন্সটাগ্রামে দুইজনেই একাধিক ছবি শেয়ার করেছেন পর্তুগাল থেকে। তবে একসাথে নয়। আলাদা ছবি তুলে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন দেব ও রুক্মিণী। এমনকি দুইজনের কেউই তাঁদের ডেস্টিনেশন জানাননি। কিন্তু একটি ছবির ক্যাপশনে ইংরাজি অক্ষরে ‘ওলা’ লিখে রুক্মিণী বুঝিয়ে দিয়েছেন, তাঁরা রয়েছেন পর্তুগালে। কারণ ‘ওলা’ শব্দটি পর্তুগীজ যার ইংরাজি অর্থ হল ‘হ্যালো’। ছবিগুলিতে রুক্মিণীকে দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে। কখনও তিনি পরেছেন নীল রঙের ডেনিম ও অফ হোয়াইট হুডি। কখনও বা তাঁকে দেখা যাচ্ছে অফ হোয়াইট রঙের ট্রাউজার ও হুডিতে। দেবের শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে নীল রঙের ডেনিম ও সোয়েটার।

Leave a Reply

error: Content is protected !!