Skip to content
দৌলতাবাদের সড়ক দুর্ঘটনা: অতিরিক্ত যাত্রী ও অসাবধানতার কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনা

দৌলতাবাদের সড়ক দুর্ঘটনা: অতিরিক্ত যাত্রী ও অসাবধানতার কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনা

Reported By Masud Rana

আজ সকালে দৌলতাবাদে একটি মারাত্মক পথ দুর্ঘটনা ঘটে। বহরমপুর-জলঙ্গী রাজ্য সড়কের রাধাকান্ত বাগানের সুমন ক্যাফের সামনে একটি লছিমন গাড়ি ও টোটোর মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিনজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে নামাজি সেখ (৫৫), জেলেখা খাতুন (৫১) ও মেসের সেখ (৬৫) রয়েছেন।

দুর্ঘটনার সময় টোটোটি রানীনগর থানার গোধনপাড়া থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি দ্রুতগামী লছিমন গাড়ি বিপরীত দিক থেকে এসে টোটোটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে টোটোটি রাস্তার একপাশে সরে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে।

আহত জেলেখা খাতুন বলেন, “আমরা স্বাভাবিক গতিতে যাচ্ছিলাম, হঠাৎ লছিমনটি এসে ধাক্কা দেয়।” অপর আহত, নামাজি সেখের অবস্থা মারাত্মক। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের দ্রুত বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পর লছিমন চালক ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং দুর্ঘটনার খোঁজ নিতে শুরু করে। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেছেন যে, অতিরিক্ত যাত্রী পরিবহণ এবং গাড়ির ছাদে বসে যাতায়াতের কারণে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। পুলিশ বিষয়টি মাথায় রেখে ট্রেকার ও অন্যান্য যানবাহনের যাত্রীদের ছাদ থেকে নামিয়ে আসনে বসার নির্দেশ দিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই ধরনের অসাবধানতায় ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে। সকলকে নিয়ম মেনে চলার অনুরোধ করা হচ্ছে।” এলাকায় এই দুর্ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!