Skip to content
দৌলতাবাদে শিক্ষা বন্ধু বিভাস মন্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

দৌলতাবাদে শিক্ষা বন্ধু বিভাস মন্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Reported By:- News Desk

মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো শিক্ষা বন্ধু বিভাস মন্ডলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সদর উত্তর চক্রের দৌলতাবাদ সি.আর.সি. অধীনে কর্মরত এই প্রিয় শিক্ষকের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দৌলতাবাদ এস.আই. অফিসের পাশে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হয়ে নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সদর উত্তর চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। প্রথমেই বরণ পর্বের মাধ্যমে বিভাস মন্ডলকে সংবর্ধনা জানানো হয়। এরপর তাঁর কর্মজীবনের বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য, শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন সহকর্মীরা। তাঁর নিষ্ঠা, পেশাগত দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা সকলের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ছিল নজরুল সংগীত পরিবেশন ও দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মনোমুগ্ধকর নৃত্য। বক্তব্য রাখেন শিক্ষা বন্ধু মহাবুল ইসলাম ও অহিদুল ইসলাম, যারা তাৎক্ষণিক আবেগঘন বক্তব্যের মাধ্যমে বিভাস মন্ডলের সঙ্গে তাঁদের স্মৃতিচারণা করেন।

বক্তব্য রাখতে গিয়ে বিভাস মন্ডল বলেন, “বিদায় মানেই চলে যাওয়া নয়, বরং এটি এক নতুন পথে যাত্রা। এই বিদায়ের অর্থ, অন্য কাউকে দায়িত্ব তুলে দেওয়া, এটাই প্রকৃতির নিয়ম।”

দৌলতাবাদ জুনিয়র হাই স্কুল ফর গার্লস-এর প্রধান শিক্ষিকা তানিয়া কাদেরী বলেন, “এই প্রোগ্রামে এসে আমি মুগ্ধ। আজকের দিনে আমরা কষ্টে নয়, আনন্দের মধ্যে দিয়ে বিদায় জানালাম, যা আমাদের মনকে এক অন্যরকম প্রশান্তি দিল।”

বহরমপুর শ্রীগুরু পাঠশালার প্রধান শিক্ষক নবেন্দু সরকার বলেন, “বিভাসদাকে আমরা খুব মিস করবো। আমাদের প্রতিষ্ঠানের দরজা তাঁর জন্য সব সময় খোলা থাকবে। যেকোনো সময় তিনি এখানে আসতে পারেন।”

সার্বিকভাবে অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, সম্মানজনক ও স্মৃতিময়, যা উপস্থিত সকলের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলে যায়।

Leave a Reply

error: Content is protected !!