Reported By : Masud Rana
১৬ ই জুলাই, রবিবার, দৌলতাবাদ থানার গৌরীপুর এলাকায় পাটের জমিতে তিনটি সকেট বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার জমিতে পাট কাটতে গিয়ে দেখতে পাই বোমাগুলো। তারপর দৌলতাবাদ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসার পর বোমা তিনটি দেখতে পায়। ঘটনাস্থলে সারা রাত্রি পাহারা দিচ্ছে পুলিশ প্রশাসন। বোমা স্কাউটকে খবর দেওয়া হয় বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য।