Reported By : Masud Rana
৬ ই ফেব্রুয়ারি, সোমবার, মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘড়ি গ্রাম পঞ্চায়েতে ধনধুমার কান্ড টাকা তছরুফের অভিযোগ দলনেত্রীর বিরুদ্ধে ছয় ঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা বিভিন্ন স্বয়ংবর গোষ্ঠীর সাথে যুক্ত আর এই বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ ২০০৫ সাল থেকে তাদের নামে আসা লোনের টাকা, বিভিন্ন সরকারী খাতের টাকা এমনকি তারা নিজের সামর্থ্য মতো পয়সা দিয়ে শেয়ার কিনেছে সেইসব টাকা আজ পর্যন্ত কোন হিসেব দিচ্ছে না তাদের দলনেত্রী ঝুম্পা সাহা। তারই প্রতিবাদে আজ ছয়ঘড়ি পঞ্চায়েতে প্রধানের কাছে ডেপুটেশন দিতে এসেছে দিতে এসে পুলিশি বাধা সম্মুখীন হয় পরবর্তীতে দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ ঘোষের সাথে আলোচনা করে তাদের মধ্যে কিছু মহিলাকে পঞ্চায়েতের ভিতরে ঢুকতে দেওয়া হয়। সেখানে জয়েন্ট বিডিও মোহাম্মদ আলী রুমি পঞ্চায়েত প্রধান এবং গোষ্ঠীর মহিলাদের সাথে কথা বলে বেরিয়ে এসে । বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে দোষী সাব্যস্ত হলে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে দেয় তারপরেই বিক্ষোভ নিয়ন্ত্রণ আসে।