Reported By : News Desk
১৮ ই ডিসেম্বর, রবিবার, নওদায় করিমপুরের তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। দমদম থেকে গ্রেপ্তার করা হয় খুনের মূল ষড়যন্ত্রকারীদের। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম খালেক কবিরাজ ওরফে রাজকুমার ও পিংকু মন্ডল। ধৃতদের বাড়ি নদীয়ার থানারপাড়া এলাকায়। রাজকুমারের একটি ইটভাটা আছে। আর এই ভাটা সংক্রান্ত বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছিল মতিরুল। এখনও পর্যন্ত ওই খুনের ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নামে লিখিত অভিযোগ করেছিলেন মৃতের স্ত্রী রিনা বিশ্বাস। তিনি যে দশজনের নামে অভিযোগ করেছিলেন, তার প্রথম দুটি নাম ছিল রাজকুমার ও পিংকু। এরাই খুনের মূল অভিযুক্ত বলে দাবি করেছিলেন তিনি।