ধুম ধামের সঙ্গে পালিত হলো বাপি ভাই সম্প্রীতি কাপ ও ডোমকল প্রিমিয়াম লিগ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট।
শুধু বিশিষ্ট সমাজসেবী ও খেলা প্রেমি নয়, বর্তমানে ডোমকলের যুবদের আইকন আব্দুল আলিম ওরফে বাপি বিশ্বাস। তার নামে ও তার উপস্থিতিতেই এই টুর্নামেন্ট, আর তাতেই মাঠের কোনায় কোনায় ভর্তি দর্শকে।
সেবা সংঘ ক্লাবের পরিচালনায় আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট বাপি ভাই সম্প্রীতি কাফ ও ডোমকল প্রিমিয়াম লীগ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত ডোমকল বিটি হাই স্কুল ফুটবল ময়দানে। এই খেলায় অংশ গ্রহন করেছিলেন মুর্শিদাবাদ সহ মালদা নদীয়া বীরভূম জেলার আটটি দল। কান্দি বিষ্ণু একাদশ বনাম জর্জ একাদশ এই দুটি দল ফাইনালে ওঠেন এবং হাড্ডাহাড্ডি খেলার মধ্যে দিয়ে ছয় রানে জয়লাভ করেন কান্দি বিষ্ণু একাদশ। খেলা শেষে জয়ী টিমের হাতে, নগদ অর্থ সহ ট্রফি তুলে দেন ডোমকল মহকুমা খাদ্য আধিকারিক মোহাম্মদ মুশির আহমেদ ও ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলীম বাপি বিশ্বাস ও ডোমকলের বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দত্ত, আসাদুজ্জামান টিটু সহ বিশিষ্টজনেরা।
খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার ক্রিকেট প্রেমী থেকে বহিরাগত দর্শকেরাও।