নওদাতে জমি বিবাদের জেরে চলল গুলি

নওদাতে জমি বিবাদের জেরে চলল গুলি

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলা নওদা থানার অন্তর্গত সাবাতলা এলাকাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে চাষীকে গুলি করলো প্রতিবেশী। বেশ কয়েক বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল, আর সেই বিবাদের কারণেই রবিবার রাত দুটোর সময় জমিতে বেগুন তুলতে গেলে এই জেলের রহমানকে পরপর চার রাউন্ড গুলি করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জন্য। জেলার রহমানকে।আহত অবস্থায় বর্তমানে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। কি কারণে এই গুলি করা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

Leave a Reply

Translate »
error: Content is protected !!