Skip to content
নতুন কৃষির পথে: আবসার আলীর আরব দুম্বা খামার

নতুন কৃষির পথে: আবসার আলীর আরব দুম্বা খামার

Reported By :- Masud Rana

হরিহরপাড়ার শাহজাদপুরে এক চাষী আবসার আলী তাঁর পরিশ্রম আর সাহসিকতার মাধ্যমে কৃষি খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের প্রচলিত গরু ও ছাগলের খামারের পরিবর্তে তিনি বেছে নিয়েছেন মরুভূমির রাজা হিসেবে পরিচিত আরব দুম্বাকে। মাত্র তিনটি দুম্বা দিয়ে যাত্রা শুরু করে আজ তিনি বিভিন্ন দামের, আকৃতির ও বৈশিষ্ট্যের একাধিক আরব দুম্বা পালন করছেন।

আবসার আলী জানালেন, ইউটিউব দেখে তিনি দুম্বা চাষে আগ্রহী হন। মালদা জেলা থেকে ১ লাখ ৬৯ হাজার টাকা ব্যয়ে তিনটি দুম্বার বাচ্চা নিয়ে আসা হয়, এবং মাত্র ছয় মাসের মধ্যে তারা বাচ্চা দিতে শুরু করে। স্থানীয় ছাগলের খাবার দিয়েই এগুলো বড় হচ্ছে, তবুও তাঁদের জন্য বিশেষ খাদ্য তালিকা তৈরি করা হয়েছে।

আবসার আলীর খামার থেকে ছাগল বিক্রি করে তিনি প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেছেন। তার উদ্যম ও সাফল্য অনেক তরুণ কৃষকের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। আধুনিক কৃষির এই নতুন ধারায় আবসার আলী প্রমাণ করেছেন যে, কঠোর পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে যেকোনো কিছু সম্ভব।

Leave a Reply

error: Content is protected !!