নন্দ উৎসব ২০২৩ উদযাপন

নন্দ উৎসব ২০২৩ উদযাপন

Reported By:- মোহাম্মদ জাকারিয়া,  উত্তর দিনাজপুর.

নন্দ উৎসব ২০২৩ উদযাপন করা হয় করণদিঘীর বিধায়ক গৌতম পালের বাড়ির সামনের মাঠে। উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল।

জানা গেছে প্রতি বছরের মতো এবারও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব উদযাপন করা হয়। বিধি মেনে মাধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণ জন্মতিথি পালন থেকে শুরু করে পরের দিন হয় নন্দ উৎসব। জন্মাষ্ঠমীর ঠিক পরের দিনই উৎসব হয়। গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। এদিন দধি কাদার মধ্যে নারকেল খেলা, কলা গাছের ওপরে দই এর হাড়ি ভাঙ্গা একটি, বাঁশের উপরে দই এর হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস, করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ সিনহা, ব্লক সহ সভাপতি শ্যামলাল মাহাতো। সহ আরো অনেকেই। করণদিঘীর বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতি বছরের ন্যায় এবছরও করণদিঘীতে নন্দ উৎসব ২০২৩ পালন করা হয়। তিনি আরও বলেন নারকেল খেলা, কলা গাছের ওপরে দই এর হাড়ি ভাঙ্গা, বাঁশের উপরে দই এর হাড়ি ভাঙ্গা খেলার আয়োজন করা হয়।

Leave a Reply

error: Content is protected !!