Reported By : News Desk
১৩ ই জুলাই, বৃহস্পতিবার, নবগ্রামের মাঝিগ্রাম এলাকায় রাস্তার ধারে গতকাল রাত্রে গৌর ঘোষ নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, নবগ্রামের মাঝিগ্রাম এলাকার বাসিন্দা ওই গৌর ঘোষ নামের ব্যক্তি। প্রতিদিনের মতো দুধ দিতে যাই জারুলিয়া। জারুলিয়া থেকে ফেরার পথে মাঝিগ্রাম গ্রামে ঢোকার রাস্তায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই গৌর ঘোষ নামের ব্যক্তি কে। বুধবার অর্থাৎ গতকাল রাত্রে কে বা কারা যেন তাকে খুন করে এমনই অভিযোগ স্থানীয় থেকে পরিবারের। স্থানীয় সূত্রে জানা যায় কোন রাজনৈতিক দলের সাথেও যুক্ত ছিলেন না ওই ব্যক্তি। এবং কার সাথে বিবাদ ও ছিল না তার। তা সত্ত্বেও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের মাঝিগ্রাম এলাকায়। ঘটনাস্থলে ছুটে এসেছেন নবগ্রাম থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।