২৪ শে অক্টোবর, সোমবার, নবগ্রামে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং আন্দোলনরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য পথসভা করতে গেলে যুবদের মাইক কেড়ে নিয়ে বাধা দেয় সেখানকার পুলিশ।
এরপর যুবরা রাস্তা অবরোধের কথা জানালে পুলিশ অবশেষে মাইক ফেরত দেয়।
জানা যায়, নবগ্রাম বাস স্ট্যান্ড মোড়ে ডিওয়াইএফআই নবগ্রাম লোকাল কমিটি একটি পথসভা করে। সেখানে বক্তব্য রাখেন প্রাক্তন যুব নেতা হাবিবুর রহমান, সঞ্জীব পান্ডে প্রমুখ ব্যক্তিবর্গ।