তুষার কান্তি খাঁ ,নবগ্রাম ,২৩ এপ্রিল :সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা আক্রান্ত হয়ে জনগণকে ভোটে অংশগ্রহণ না করার আবেদন জানালেন রাজ্যের কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এদিন নবগ্রামে কলেজ মাঠে বাম- কংগ্রেস যৌথভাবে সভার আয়োজন করার অনুমতি না পেয়ে সিপিআই(এম) পার্টি অফিস লাগোয়া একটি মাঠে সিআই(এম) ও কংগ্রেস যৌথভাবে জঙ্গিপুরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে একটি সভার আয়োজন করে। সভায় জনগণের ছিল উপচে পড়া ভীড়। বক্তব্য রাখেন সিপিআই(এম )পার্টির মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, মুকুল মন্ডল, কংগ্রেস নেতা মীর বাদাম আলী ,গুড্ডু প্রসাদ যাদব, প্রার্থী মুর্তজা হোসেন সহ আরো অনেকে।