REPORTED BY:- BINOY ROY
শনিবার নবগ্রামে প্রচুর পরিমানে চোলায় মদ সহ গ্রেপ্তার এক যুবক।ধৃত যুবকের নাম তরুণ বাগদি(৪০)।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক অমৃতকুন্ডু এলাকায় বাড়িতেই চোলায় মদ বিক্রি করতো ।নবগ্রাম থানার পুলিশের কাছে খবর আসলে পুলিশ অভিযান চালায় অমৃতকুন্ডু এলাকায়।তাতে উদ্ধার হয় প্রচুর পরিমানে চোলায় মদ।পুলিশ গ্রেপ্তার করে তাকে।ধৃতকে রবিবার আদালতে পাঠাবে নবগ্রাম থানার পুলিশ।