Skip to content
নবগ্রামে বনধ পালিত হল স্বতঃস্ফূর্ত ভাবে

নবগ্রামে বনধ পালিত হল স্বতঃস্ফূর্ত ভাবে

REPORTED BY:-তুষার কান্তি খাঁ


১২০টি বাম গণসংগঠনের ডাকা দু’ দিনের ধর্মঘটকে সফল করতে এদিন নবগ্রামে পথে নামল সি পি আই (এম)এর গণসংগঠন গুলি। ২৮ ও ২৯শে মার্চ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এই বনধ। নবগ্রামে বেশ ক’দিন ধরেই এই বনধের সমর্থন এ প্রচার চালিয়ে আসছিল সিপিআই(এম) নেতাকর্মীরা। তার স্বতস্ফূর্ত প্রভাব পড়ল সাধারণ মানুষের মধ্যে। আজ সকাল থেকেই বনধের সমর্থন এ নবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় লাল পতাকা হাতে হাজির হতে শুরু করে সিপিআই (এম) নেতা কর্মীরা । বনধ সমর্থন কারীদের সাথে পুলিশের বচসা বাঁধে।একটি মিছিল নবগ্রাম বাস স্ট্যান্ড মোড় থেকে শুরু করে নবগ্রাম ব্লক মোড় পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন গন আন্দোলন এর নেতা জুয়েল সেখ,সজ্ঞীব পান্ডে, মুকুল মন্ডল ও হাবিবুর রহমান সহ আরো অনেকে। নবগ্রাম এরিয়া কমিটি র স ম্পাদক হাবিবুর রহমান দাবি করেন ধর্মঘট সামগ্রীক ভাবে সফল হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!