Reported By : Masud Rana
৩১ শে জানুয়ারি, মঙ্গলবার, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের সুখী গ্রামে মরিচ ঝাঁপি দিবস ও প্রতিবাদ মিছিল বিজেপির। ওই মিছিল সুখের রাইস মিল থেকে শুরু করে শেষ হয় ব্যাঙ্ক অফ বরোদা ব্যাংকের সামনে। ওই মিছিলে উপস্থিত ছিলেন সাংগঠনিক আদিত্য মৌলিক মহাশয়, সাংগঠনিক জেলার অপূর্ব মন্ডল মহাশয়, সাংগঠন মুর্শিদাবাদ জেলার সহ-সভাপতি প্রবল মহালয়ার মহাশয়, জেলা সহ-সভাপতি জয়ন্ত মন্ডল মহাশয়, সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রসাদ কোনাই মহাশয় সহ আরো অনেকে।