এদিন নবগ্রামের বাগড় গ্রামে পৌঁছায় সিবিআইয়ের টিম।এর আগে তারা নবগ্রামের আছড়া গ্রামে যায় এবং গণধর্ষণ কান্ডের দুই প্রত্যক্ষদর্শী মোজাম্মেল সেখ ও সুরাউদ্দিন সেখকে গাড়িতে করে নিয়ে আসে।এখন নাবালিকা গণধর্ষণ কান্ডের মূল অভিযুক্ত নয়রুল সেখ এবং প্রতক্ষদর্শী মোজাম্মেল সেখ ও সুরাউদ্দিন সেখকে একসঙ্গে বসিয়ে জেরা করা হবে।
উল্লেখ্য,৯ই মে নবগ্রাম থানার রাইনডায় মামার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল এক কিশোরী ও তার বান্ধবী।সেই সময় অমৃতকুন্ড এলাকার কাছে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তারও করে পুলিস।গণধর্ষণের রহস্য উদঘাটনের জন্য তদন্ত করছে সিবিআই।
