Skip to content
নবীন কুন্ডু লেন ঠনঠনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৮৭ তম বর্ষের শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ সূচনা

নবীন কুন্ডু লেন ঠনঠনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৮৭ তম বর্ষের শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ সূচনা

Reported By:- News Desk

নবীন কুন্ডু লেন ঠনঠনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৮৭ তম বর্ষের শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ সূচনা করলেন স্থানীয় পৌর মাতা সুপর্ণা দত্ত, চিনু হাজরা এবং রহিত দাস।উদ্বোধনের পর সবাইকে জানালেন জানালেন আমাদের সবার কাছে পূজো একটা আলাদা বৈচিত্র্যময় অধ্যায়।

আমরা সবাই জানাই সকলকে শুভেচ্ছা এবং এবং শুভকামনা। সবাইকে জানাই অনেক অনেক বড় অভিনন্দন সবাই ভালো থাকুক এবং ভালো থাকুক এই কামনা করছি। পূজোর আশা আকাঙ্ক্ষা সবার কাছেই থাকে। সবাই চায় সব কষ্ট ভুলে গিয়ে এইকটা দিন আনন্দে থাকি। এবং ভালো থাকি। এদিন প্রচুর মানুষ আসেন উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের আগমনের সূচনায়। উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সাধারন মানুষ এবং অনুরাগীরা।

Leave a Reply

error: Content is protected !!