নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ, রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামের মানুষজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার গাড়াবাড়িয়া মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াবাড়িয়া মোড় থেকে রমনা বসন্তপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার পিচ রাস্তার কাজ শুরু হয় আজ শনিবার। শুরুতেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরীর অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ সঠিক পরিমাণে দেয়া হচ্ছেনা পিচ ও আঠা, যতটুকু দেয়া হচ্ছে সেটাও আবার রাস্তার ধুলোবালি পরিষ্কার না করেই। রাস্তার উপরে পা নাড়ালে মনে হচ্ছে রোদে শুকোতে দেওয়া রয়েছে চিপটি পাথর। এইভাবে রাস্তা তৈরি হলে এক মাসও টিকবে না এই রাস্তা, মূলত এই অভিযোগ তুলেই স্থানীয় লোকজন একত্রিত হয়ে বন্ধ করে রেখেছে রাস্তার কাজ। স্থানীয়দের দাবি উপযুক্ত সামগ্রী দিয়ে তৈরি করা হোক এই রাস্তা।