কুড়ি বোতল নিষিদ্ধ কফ সিরাপ সহ তিন জনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ । করণদিঘি থানার দোমহনা বাসষ্ট্যান্ডে এলাকায় , রবিবার রাতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ । গ্রেপ্তার তিনজনের নাম সাহানোয়াজ (৪৫) বাড়ি করণদিঘি থানার চৌনাগরা এলাকায়। এছাড়াও পিছলা গ্রামের দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই যুবকের নাম বিশ্বজীৎ পাল (৩৪) ও কনক পাল (৩৫)।
সোমবার তিনজনকেই কারবা রায়গঞ্জ কোর্টে পাঠায় পুলিশ।