নাকোল একতা আদিবাসী সোসাইটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি

নাকোল একতা আদিবাসী সোসাইটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি

Reported By:-  মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী

একটি গাছ, একটি প্রাণ, গাছ না থাকলে আমরা থাকতে পারবো না। আর সেদিকে লক্ষ্য রেখে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের নাকোল একতা আদিবাসী সোসাইটির পক্ষ থেকে রবিবার বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়। জানা যায় এদিন প্রায় পাঁচ হাজার বৃক্ষ রোর্পণ করা হয়।

জেলা সভাধিপতি পম্পা পাল জানিয়েছেন একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তিনি আরও বলেন এদিন প্রায় ৫ হাজার গাছ লাগানো হয়। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল। করণদিঘী গ্রামীণ হাসপাতালের কর্মী সীমা লাহারা। দমদমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং নাকোল একতা আদিবাসী সোসাইটির সম্পাদক সঞ্জয় টুডু। সহ আরো অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!