নাবালিকাকে শ্লীলতাহানির বিরুদ্ধে নাড়ুগোপাল মুখার্জীর প্রতিক্রিয়া | বহরমপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নাবালিকার পরিবারের এবং প্রতিবেশী দের কাছ থেকে জানা যায় ওই নাবালিকা তার বাড়ি থেকে বাবার দোকানে যাচ্ছিল গত শুক্রবার সন্ধ্যায় রাস্তায় যাওয়ার সময় তাকে স্থানীয় এক ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করে।বহরমপুর থানার পুলিশ এসে শনিবার দুপুর প্রায় একটা নাগাদ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যায়।