Skip to content
নায়াটোলা হাদি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতার মেলবন্ধন

নায়াটোলা হাদি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতার মেলবন্ধন

Reported By:- মোহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের লাহুতাড়া ১ পঞ্চায়েতের অন্তর্গত দুলেহপুরে অবস্থিত নায়াটোলা হাদি ইংলিশ মিডিয়াম স্কুলে বৃহস্পতিবার এক মনোমুগ্ধকর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণটি এদিন পরিণত হয়েছিল আনন্দ ও সৃজনশীলতার এক মিলনমেলায়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি এবং বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য প্রদান করে তাদের প্রতিভার প্রদর্শন করে। এই পারফরম্যান্সগুলিতে তাদের আত্মবিশ্বাস ও দক্ষতার ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্কুলের কর্ণধার সেরাজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানান, তাদের ছাত্রছাত্রীরা শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রেও অসাধারণ পারফর্ম করছে। ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি ভাষা শিক্ষায়ও স্কুলে বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, "আমরা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছি।"

Leave a Reply

error: Content is protected !!