Skip to content
নিউটাউন ক্যাম্পাসের সামনে পথ দুর্ঘটনায় মৃত এর বাড়িতে উপস্থিত এস ইউ সি আই এর একটি টিম

নিউটাউন ক্যাম্পাসের সামনে পথ দুর্ঘটনায় মৃত এর বাড়িতে উপস্থিত এস ইউ সি আই এর একটি টিম

Reported By : News Desk ৭ ই জানুয়ারি, শনিবার, কলকাতায় আলিয়া বিশ্ববিদ্যালয় নিউটাউন ক্যাম্পাসের সামনে আকস্মিক পথ দুর্ঘটনায় মৃত শাকিল আহমেদের বাড়িতে যান এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেডস দেবাশীষ চক্রবর্তী, ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র রাজ্য সম্পাদক মনিশংকর পট্টনায়ক, জেলা সম্পাদক সাব্বির আলী এবং যুব সংগঠন ডি ওয়াই ও'র জেলা সম্পাদক আশরাফুল হক জুয়েল এবং সভাপতি আরিফ খন্দকারের নেতৃত্বে একটি টিমও যায়। মৃত ছাত্র শাকিল আহমেদ-এর পিতা সাথে দেখা করেন এবং পরিবারকে সমবেদনা জানান। কমরেড দেবাশীষ চক্রবর্ত্তী বলেন, "মৃত ছাত্রের পরিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের সক্রিয় সমর্থক এবং তারা দলের সাথে দীর্ঘদিন থেকেই আছে। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।" সেখানে সাংবাদিকদের সামনে মনিশংকর পট্টনায়ক বলেন, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের চাপেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু প্রশাসন এই ঘটনাকে এখনো আড়াল করার চেষ্টা করছে।" তিনি আরো জানান, "এই ছাত্রের ইনসাফের দাবিতে আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় বড় ছাত্র মিছিল বেরোবে এবং যতক্ষণ না ইনসাফ পাওয়া যায়, ততক্ষণ চলবে আন্দোলন। গাড়ির মালিক যেহেতু প্রভাবশালী ব্যক্তি তাই তাকে প্রশাসন আড়াল করার চেষ্টা করছে।" কিন্তু তিনি আরো বলেন, "সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে এবং সমস্ত রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগন্যাল , ট্রাফিক ব্যবস্থা পর্যাপ্ত করতে হবে যাতে আর কোন শাকিল আহমেদ-এর মত ঘটনা না ঘটে।"

Leave a Reply

error: Content is protected !!