নিখোঁজ ডায়েরি থাকা সত্বেও পরিবারকে না জানিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিখোঁজ ডায়েরি থাকা সত্বেও পরিবারকে না জানিয়ে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

REPORTED BY:- NEWS DESK

কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ দে গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। বছর ২৪ এর মানসিক ভারসাম্যহীন যুবক অভিজিৎ দে কে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে ২৫ শে ফেব্রুয়ারি দুপুরে বেলঘরিয়া থানায় লিখিত নিখোঁজ ডায়েরি করে। স্বামীহারা মা তার ভাইকে সাথে নিয়ে কলকাতা জুড়ে হন্তদন্ত হয়ে খুঁজে বেড়ায়। থানায় এসে বারংবার খোঁজ নেওয়ার চেষ্টা করলেও মেলেনি কোনো খোঁজ। ভবানী ভবনে খোঁজ নিতে গেলে মৃতের মামাকে পরিবারের লোকজনকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। থানায় এসে মৃতদেহ চাইলে জানানো হয় , নিখোঁজ ডায়েরিতে ছিল না অভিজিৎ দে এর কোনো ছবি। তার জেরে পুলিশ কোনো খোঁজ নিতে পারেনি বলে জানানো হয় পরিবারকে। সর্বহারা মা সন্তানকে শেষ বার দেখতে পায়নি। পরিবারের অনুমতি ছাড়া কিভাবে পোড়ানো হলো দেহ।।। কিভাবে দেওয়া হবে death certificate। ক্ষোভ পরিবারের। স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এদিন বেলঘরিয়া থানায় এসে বিক্ষোভ দেখতে থাকে মৃতের মা।

Leave a Reply

error: Content is protected !!