Reported By : Binay Roy
৭ ই জুলাই, শুক্রবার, ফারাক্কা থানার তোফাপুর গ্রামে নিজেদের আত্মরক্ষার জন্য বোমা মজুদ করতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দুইজন। এই ঘটনায় আহত ব্যক্তিদের বক্তব্য- নিজেদের আত্মরক্ষার জন্য তারা বোমা মজুদ করছিলো, সেই সময় দুর্ঘটনা বশত একটি বোমা ফেটে যায়। বোমার আঘাতে মারাত্মক ভাবে জখম হয় আব্দুল লতিফ ও আক্তারুল সেখ নামে দুই জন।ঘটনার পরেই তাদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় জঙ্গীপুর মহকুমা হাসপাতালে। পরে শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই জনকে নিয়ে আসা হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় আহত ব্যক্তিদের দাবি- যদিও তারা তৃণমূল দলের সঙ্গে যুক্ত তবে এই ঘটনায় দলের কোনো বিষয় নেই- এমনটাই দাবি আহতদের।