REPORTED BY:-MASUD RANA
জরাজির্ন হয়ে পড়ে আছে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ঐতিহ্য নিমতিতা রাজবাড়ী বা জমিদার বাড়ী এটা সামশেরগঞ্জ থানায় পড়লেও সুতি ও সামশেরগঞ্জ থানা এলাকার বর্ডার লাগুয়া এই নিমতিতা রাজবাড়ী৷
প্রায় ২০০ বছর পুরোনো জমিদার গৌরসুন্দর চৌধুরী ও দারকানাথ চৌধুরী আমলে তৈরী হয়েছিল নিমতিতা রাজবাড়ী ৷ ধ্বংস প্রায় পড়ে আছে৷ মুর্শিদাবাদ হেরিটেজ দপ্তরের প্রতিনিধি দল এসে পৌচেছে এই নিমতিতা রাজবাড়ীতে৷