Reported By:- Masud Rana
নিম্নমানের সামগ্রী দিয়ে কালভেট তৈরি, ক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করলো স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখারদেয়াড় অঞ্চলের ইননাথপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ প্রসন্নগর যাওয়ার রাস্তায় বিলের উপরে তৈরি হচ্ছে এই কালভার্ট, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে কাজ, পরিমাণ মতো দেয়া হচ্ছে না রড সিমেন্ট, মূলত সেই কারণেই ক্ষোভ দেখিয়ে কালভার্টের কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। এই অভিযোগের ভিত্তিতে কন্টাকটারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি।