Skip to content
নিম্নমানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

নিম্নমানের সামগ্রী দিয়ে পিচ রাস্তা তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

Reported By:- Masud Rana

প্রধানমন্ত্রীর সড়ক যোজনার পিচ রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি শিডিউলও মানা হয়নি। এই অভিযোগ তুলে শনিবার রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভে গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে এদিন বন্ধ হয়ে গেল রাস্তা তৈরির কাজ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায়, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে প্রতাপপুর স্কুল থেকে রামকৃষ্ণপুর  মোড় পর্যন্ত রাস্তাটি তৈরি হচ্ছিল।  দীর্ঘদিন পর ৮ কিলোমিটার  রাস্তা নতুন করে তৈরির জন্য প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, যতটা পুরু করে পাথর দেওয়ার কথা, তা হচ্ছে না। ফলে অল্পদিনেই রাস্তাটি ভেঙে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এরপরই রাস্তার পিচ তুলে এদিন কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়দের একাংশ। রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। ঠিকাদারকে বারবার বলার পরও সমস্যা না মেটায় এদিন প্রতিবাদ জানানো হয়। নিয়ম মেনে রাস্তার কাজ না করা হলে ফের আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। যদিও অনিয়মের অভিযোগ স্বীকার করেছে এ রাস্তা তৈরির সুপারভাইজার । তাদের দাবি, সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে নিয়ম মেনেই কাজ করা হচ্ছে কিছু কিছু জায়গায় হতে পারে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে পুনরায় যে রাস্তা খারাপ হয়েছে সেগুলো আবার ঠিক করে দেয়া হবে বলে জানান।

Leave a Reply

error: Content is protected !!