” নিরাপদ  খাদ্য  সম্মেলন  “

” নিরাপদ খাদ্য সম্মেলন “

REPORTED BY:- NEWS DESK
ডিজিটাল ডেস্ক,কলকাতা : সম্প্রতি আপনজন যৌথ সমবায় ফাউন্ডেশনের উদ্যোগে তালতলা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল ” নিরাপদ খাদ্য সম্মেলন “। সংস্থার সম্পাদক সৌরভ মাইতি জানান চাষীদের কাছ থেকে জৈব শস্য কিনে তা বিক্রির বন্দোবস্ত করে দেওয়ার কাজ টাই প্রাথমিক ভাবে করছে এই সংস্থা।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর , বাঁকুড়া , বর্ধমান , পুরুলিয়ার মোট ১৫০ জন চাষী কে এই প্রকল্পের মধ্যে আনা হয়েছে। ” ইমন ” মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কর্নধার অনিন্দিতা সিনহা এই সংস্থার সাথে যুক্ত হয়ে তাদের জৈবিক খাদ্য সংরক্ষণ ও প্যাকেজিং বিষয়ে সাহায্য করবে। প্রসঙ্গত উল্লেখ্য ইমন বর্তমানে গামছা নিয়ে পোষাক তৈরির কাজ করছে এবং যথেষ্ট সমাদর লাভ করেছে। প্রচুর মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে। যা সম্ভব হয়েছে অনিন্দিতার জন্যই।

Leave a Reply

error: Content is protected !!