REPORTED BY:- BINOY ROY
বহরমপুর থানার জিবন্তী হল্ট সংলগ্ন এলাকার ঘটনা। আক্রান্ত যুবক বর্তমানে চিকিৎসাধীন মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে ওই এলাকারই বাসিন্দা সুরুজ সেখ কাজ সেরে বাড়ি পথে তিনজন হেরোইন খোরের পাল্লায় পড়ে। অতর্কিতে তারা চড়াও হয়, পাথর দিয়ে মাথা থেঁতলে তাকে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। অবশেষে চিৎকার শুনে স্থানীয়রা জমায়েত হলে আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা জানাজানি হতেই হেরোইন খোরদের হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।