Reported By : Binay Roy
১৬ ই জানুয়ারি, সোমবার, নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই সভাস্থলে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সভাস্থল সংলগ্ন হেলিপ্যাডে তিনি ১১টা ৪৫ নাগাদ নামেন। আজকের সভায় উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী তথা জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন, বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মহম্মদ আখরুজ্জামান, সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, রবিউল ইসলাম, চাঁদ মহম্মদ, জঙ্গীপুর জেলা তৃণমূলের সাংগঠনিক চেয়ারম্যান কানাই চন্দ্র মন্ডল সহ জেলা তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। অন্যদিকে আজকের এই প্রশাসনিক সভায় উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজর্ষি মিত্র ও দুই জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং ও ভোলানাথ পান্ডে সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ।