Skip to content
নির্বাচনী প্রচারের আজ শেষ দিন

নির্বাচনী প্রচারের আজ শেষ দিন

Reported By : Binay Roy
৬ ই জুলাই, বৃহস্পতিবার, নির্বাচনী প্রচারের আজ শেষ দিন। আর প্রচার পর্বের শেষ মুহুর্তে আজ সাত সকাল থেকে নিজ নিজ এলাকায় দলের সমর্থনে প্রচার অভিযান শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রার্থী ও দলের কর্মী- সমর্থকরা। বৃহস্পতিবার সকালে বহরমপুরের ভাকুরি ও হরিদাসমাটি অঞ্চলে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার অভিযানে নেমেছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকাল ৭:৪৫ মিনিটে ভাকুরি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুতিরমাঠ এলাকা থেকে দলের প্রার্থীদের সমর্থনে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর বাবু। একই সাথে শহরের অপর প্রান্তে হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতেও দলের প্রার্থীদের সাথে নিয়ে প্রচার অভিযান চালান কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যদিও আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি- এই জেলায় বিজেপি দলের কোনো অস্তিত্বই নেই, আর তৃণমূলের দুর্নীতি- সন্ত্রাস রুখতে এককাট্টা হয়ে জেলার সর্বত্র বিভিন্ন দলের কর্মীরা দলে দলে প্রতিদিন যোগদান করছেন জাতীয় কংগ্রেসে। স্বাভাবিকভাবে কংগ্রেস গড় নামে পূর্ব পরিচিত মুর্শিদাবাদ জেলায় জাতীয় কংগ্রেসই শেষ কথা।

Leave a Reply

error: Content is protected !!