Reported By : Masud Rana
৬ ই জুলাই, বৃহস্পতিবার, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর নেতাজিপার্ক ময়দানে তৃণমূলের নির্বাচনী সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, রানীনগর-১ ব্লক তৃণমূলের সভাপতি মোস্তফা সরকার নেতাজুল সহ ব্লক স্তরের নেতৃত্ব। এই সভা মঞ্চ থেকেই নাম না করে অধীর রঞ্জন চৌধুরীকে ব্যাক্তিগত আক্রমণ করার পাশাপাশি কংগ্রেস ও বিজেপিকে এক হাত নিলেন তৃণমূলের ফিরহাদ। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের কেউ খুন হলে অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। তবে শাসক দলের কেউ খুন হলে গোষ্ঠী কোন্দলের তকমা দেয় বিরোধী দলগুলি। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে সমাজবিরোধীদের শাসক দলের উপর হামলা করার অভিযোগ তোলেন। তৃণমূল সন্ত্রাস বিরোধী দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাজ্যকে সন্ত্রাসমুক্ত করতে তাই তৃণমূলের হাত শক্ত করতে উদ্ভিদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিন এমনই বক্তব্য রেখে প্রচার সারেন শেষ দিন। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় বাংলাতে বম গুলি চাই পাইলে সমস্ত সন্ত্রাস রক্ষা সম্ভব। গুলি- বন্দুক আসে কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে থাকা সরকারি কোন দোকান থেকে। নতুবা সীমান্তের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর নজরে এড়িয়ে সরকার দেখালি সমস্ত কিছু রোকা সম্ভব হবে।