বৃহস্পতিবার প্রথম দফায় বহরমপুরে নির্বাচনী প্রচারে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এদিন দুপুর দেড়টা নাগাদ সড়ক পথে কোলকাতা থেকে সরাসরি বহরমপুরে আসেন তিনি। তার সমর্থনে এদিন দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড়ে একটি সভার আয়োজন করা হয় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান, ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সহ জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা কর্মী ও সমর্থকরা। সভা শেষে বহরমপুরে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করা হয়।